শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্লেজারে ১১ কেজি সোনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড ফেরত এক যাত্রীর ব্লেজারের পকেট থেকে ৯৬টি সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (১৯ মে) বিকাল ৪টা ৪০ মিনিটে এসব সোনার বার জব্দ করা হয়।

জব্দ করা ওই সোনার বারগুলোর ওজন ১১ কেজি। যার আনুমানিক মূল্য চার কোটি টাকা।
এ ঘটনায় মো. শাহজাহান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃত শাহজান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনাথ এলাকার আব্দুস ছাত্তারের পুত্র।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. নুর উদ্দিন মিলন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আজ বিকেল ৪টা ৪০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজ ৭৮৭ ফ্লাইটে থাইল্যান্ড থেকে আসা যাত্রী শাহাজাহান বিমান থেকে নেমে ইমিগ্রেশন ক্রস করলে তার গতিবিধি সন্দেহ হয়। পরে তাকে স্ক্যানিং করা হলে তার ব্লেজারের ভেতরে লুকানো থাকে সোনার বারগুলো। পরে তার কাছ থেকে ৯৬ সোনার বার জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব সোনার ওজন ১১ কেজি ২৫০ গ্রাম। যার বাজারমূল্য চার কোটি টাকা। আটককৃতের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!