লেবার পার্টির চেয়ারম্যান ইরানসহ আটক ১০

লেবার পার্টির চেয়ারম্যান ইরানসহ আটক ১০ 1বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দলটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে তাদেরকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন আটকের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। আটকের পর সবাইকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

লেবার পার্টির চট্টগ্রাম মহানগর শাখা ‘রুখো আগ্রাসন, হটাও দুঃশাসন’ শীর্ষক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধক ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এছাড়া প্রধান অতিথি বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তবে তাকে পুলিশ আটক করেনি।

এর আগে সকালে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ তাকে আটক করে মতিঝিল থানায় নিয়ে যায়।

অপরদিকে সোমবার (০৯ অক্টোবর) রাতে ২০ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলামসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!