রোহিঙ্গাদের জন্য মরক্কোর ১৪ টন ত্রাণ চট্টগ্রামে

রোহিঙ্গাদের জন্য মরক্কোর ১৪ টন ত্রাণ চট্টগ্রামে 1বিশেষ প্রতিনিধি : রোহিঙ্গা শরণার্থীদের জন্য মরক্কো সরকারের পাঠানো ১৪ টন ত্রাণ সামগ্রী নিয়ে একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় মরক্কো এয়ারের একটি ফ্লাইটে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে।

১৪ টন ত্রাণসামগ্রীর মধ্যে ৭০ পিস তাঁবু, ১ হাজার পিস কম্বল, ৫০০ পিস ওষুধ, গুঁড়ো দুধ ২ টন, মেট্রেস ১ টন এবং ৪ টন চাল রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!