‘বন্দরে নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামবাসীকে অগ্রাধিকার দেওয়া উচিত’

‘বন্দরে নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামবাসীকে অগ্রাধিকার দেওয়া উচিত’ 1চট্টগ্রাম প্রতিদিন রিপোর্ট: চট্টগ্রাম বন্দরে নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামের মানুষকে অগ্রাধিকার দেওয়া উচিত মন্তব্য করেছেন সিটি মেয়র নাছির উদ্দীন । তিঁনি বলেন, ‘চট্টগ্রামে সরকারিবেসরকারি খাতে লোক নিয়োগ দেওয়া হলেও চট্টগ্রামের মানুষ তাতে মূল্যায়িত হয়না। বিষয়টি নিয়ে চট্টগ্রামের মানুষের কোন মাথাব্যাথা নেই। কেউ কখনো এর প্রতিবাদও করেনা। এটা চট্টগ্রামের মানুষের অধিকার। তাই, অধিকারের ভিত্তিতে চট্টগ্রামের মানুষকে নিয়োগ দেওয়া উচিত।

তিঁনি শনিবার নগরীর চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সমিতিঢাকা উদ্যোগে বিভিন্ন উপজেলার অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের প্রতি আন্তরিক বলেই উন্নয়নের জন্য আমরা জনপ্রতিনিধিরাই যথেষ্ট। শধেু সবার ঐক্যবদ্ধতা প্রয়োজন। কেননা, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত চট্টগ্রাম থেকে যারা সরকারের মন্ত্রী হয়েছেন ও বিভিন্ন উচ্চ পদে নিয়োগ পেয়েছেন এবং এখনো দায়িত্ব পালন করছেন তারা কতটুকু চট্টগ্রামের প্রতি আন্তরিক। বিষয়টি ভেবে দেখতে হবে। তিঁনি সবাইকে চট্টগ্রামের প্রতি আন্তরিক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সমিতির সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো.আব্দুল করিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুর রহমান শফিক এবং প্রচার প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকী লিনার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক, সমিতির সহসভাপতি মো.মহিউল ইসলাম মহিম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খান

শেষে সমিতির পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪০ জন অস্বচ্ছল ও অসহায় মানুষের মাঝে ৭০টি সেলাই মেশিন ৭০টি ভ্যানগাড়ি দেওয়া হয়

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!