বেপরোয়া গাড়িতে মৃত্যু হলেই চালকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড: আইনমন্ত্রী

'দুর্ঘটনা আর হত্যা এক নয়'

আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্ঘটনা আর হত্যা এক জিনিস নয়। বেপরোয়া গাড়ি চালানোর কারণে যদি কারও মৃত্যু হয়, সেটি হত্যা হিসেবে বিবেচিত হবে। এই হত্যার বিচার হবে পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক।

তিনি বলেন, এই ধারা মোতাবেক বেপরোয়া গাড়ি চালানোর কারণে হত্যা প্রমাণিত হলে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কিংবা যাবজ্জীবন।

রোববার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নিরাপদ সড়ক : আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, সড়ক ও পরিবহন আইন-২০১৮ আইন গত বছর পাস হয়েছে। ওই আইনের বিধিমালা প্রণয়নের পরই আইন কার্যকর হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!