জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামসহ ৩ আঞ্চলিক কেন্দ্রের অনুমোদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামসহ ৩ আঞ্চলিক কেন্দ্রের অনুমোদন 1নিজস্ব প্রতিবেদক : শিক্ষা কার্যক্রমকে আরও তরান্বিত করতে দেশের গুরুত্বপূর্ণ তিনটি বিভাগীয় শহরে স্থায়ী ৩টি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ১১৯ কোটি ২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

মঙ্গলবার (১৭ অক্টোবর ) রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বরিশাল, রংপুর এবং চট্টগ্রামে ভূমি অধিগ্রহণ করে ৩টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় প্রতিটি কেন্দ্রে ১ একর জমিতে ৫০ হাজার বর্গফুটের ১০ তলা ভবন নির্মিত হবে। এসব কেন্দ্র থেকে পরীক্ষা ও শিক্ষকদের প্রশিক্ষণসহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালিত হবে।

এদিকে একনেকে প্রকল্পটি অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!