চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪.৬০

প্রতিদিন রিপোর্ট :::

 

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৬৪.৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন।20160818_115612

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এ ফল ঘোষণা করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার চট্টগ্রাম সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ৪৬৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজী মোহাম্মদ মহসিন কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৩৪ জন। ২১৭ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ। চতুর্থ অবস্থানে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ। এই কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ২০৫ জন।

 

মাহবুবু হাসান জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৮৬ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৪৩ হাজার ৮৩ জন, ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পাস করেছে ৫৬ হাজার ১৬ জন। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ৪২৯ জন এবং ছাত্রী ২৮ হাজার ৫৮৭ জন।

 

রাজীব

এ এস / জি এম এম / আর এস পি :::

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!