চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬১.০৯ শতাংশ

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬১.০৯ শতাংশ 1প্রতিদিন ডেস্ক : এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বারের চেয়ে ৩.৫১ শতাংশ পাশের হার কমেছে। গত বছর চট্টগ্রামে পাশের হার ৬৪.৬০ শতাংশ হলেও এ বছর পাশের হার ৬১.০৯ শতাংশ। এর মধ্যে বিজ্ঞানে বিভাগে পাসের হার ৭৭.৩৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৫.৩৬ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৪৭.৪৯ শতাংশ।

এছাড়া এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৩৯১ জন যা গতবছর ছিল ২২৫৩।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, তিনি জানান, এইচএসসির ফলাফল রবিবার (২৩ জুলাই) সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে। দুপুর দেড়টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। টেলিটক মোবাইল কোম্পানির মাধ্যমে ফলাফল প্রকাশের পরদিন (২৪ জুলাই) থেকে ৩০ জুলাই পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।

তিনি জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবছর ২৩৮টি কলেজের ৮৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪১ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪১ হাজার ২৬১ জন ছাত্রী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!