২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। শুক্রবার (৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টারে সামনে অভিযান চালিয়ে এসব মাদক আটক করে। আটককৃত আসামির নাম মো. ফোরকান উদ্দিন রুবেল (২৫)। সে হাটহাজারী থানার ফরহাদাবাদ গ্রামের নুরুল আলমের ছেলে। এসময় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি (চট্ট মেট্রো-চ-১১-৪৫৪৬) জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. জুনায়েদ জাহেদী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকার খান সিটি সেন্টারে সামনে অভিযান চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসা একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু চালক না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে মাইক্রোবাসের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!