হাটহাজারীতে ‘ফুটপাত ব্যবসা’ গুটিয়ে দিলেন ইউএনও

হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের চৌধুরীহাট বাজারে অভিযান চালিয়ে সড়ক ও জনপদের খতিয়ানভূক্ত জায়গায় ফুটপাতের ওপর প্রায় ৪০টি দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় ফুটপাত ব্যবসা গুটিয়ে দিয়ে প্রায় ১০ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ মে) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন। এ সময় তিনি ২০০ লিটার বাঘা বাড়ি ভেজাল ঘি জব্দ ও ধ্বংস করে।

অভিযানকালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং হাটহাজারী থানা পুলিশ।

এ ব্যাপারে রুহুল আমীন বলেন, ‘সম্প্রতি নতুন একটা ব্যবসা শুরু করেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। আমি এর নাম দিয়েছি ফুটপাত ব্যবসা। দোকানের ঠিক সামনের ফুটপাতে একটা শেড দিয়ে তারা সেই শেড থেকে দিনে ৫০০ টাকা হারে ভাড়া আদায় করছে। নিজের দোকান বন্ধ, বেচাকেনা নাই; ফুটপাত ভাড়া থেকে প্রাপ্ত আয়ই হচ্ছে তাদের মূল ব্যবসা।’

তিনি আরও বলেন, এছাড়া চৌধুরীহাট বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৪০টি দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করে খাস খতিয়ানের ৩৫ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়, যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!