হাটহাজারিতে ভেজাল ঘি জব্দ

হাটহাজারির সরকার হাট বাজারে অভিযান চালিয়ে দুই মুদি দোকান থেকে প্রায় ১০০ লিটার ভেজাল বাঘাবাড়ি ঘি উদ্ধার করা হয়। সুনিল বাবুর জনপ্রিয় ষ্টোর ও অন্য একটি মুদির দোকান থেকে এই ভেজাল ঘি উদ্ধার করা হয়।

তাদের ভেজাল ঘি বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারি উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিন। অভিযানের খবর পেয়ে অন্যান্য দোকানিরা ভেজাল ঘি দোকান থেকে সরিয়ে ফেলেন।

ভেজাল জেনেও কেন বিক্রি করেন তা জানতে চাইলে দোকানিারা বলেন, ঘি কি দিয়ে বানিয়েছে তা আমাদের জানার দরকার নেই । অধিক লাভ ও বাবুর্চিদের চাহিদার কারণে বিক্রি করি । সম্প্রতি হাটহাজারিতে আটটি ভেজাল ঘির কারখানা ধব্বংস করা হয়। তারপরেও হাটহাজারির মুদির দোকান গুলোতে ভেজাল ঘি জব্দ করার ঘটনা প্রায়ই ঘটে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!