সুখী সমৃদ্ব দেশ গড়তে লেখাপড়ার বিকল্প নেই : ইকবাল সোবহান চৌধুরী

সুখী সমৃদ্ব দেশ গড়তে লেখাপড়ার বিকল্প নেই : ইকবাল সোবহান চৌধুরী 1নুরুল আলম,চন্দনাইশ ঃ সুকুমার বৃত্তি বিকাশ,সুখী-সমৃদ্বি দেশ গড়ার জন্য আমাদের মধ্যে বেচেঁ নেই।তারঁ স্বপ্নের স্বাধীনতাকে সংহত করতে মুক্তিযুদ্বের চেতনায় দেশকে ভালবেসে,অসম্প্রদায়িক ,গণতান্ত্রিক,আলোকিত বাংলাদেশ গড়ার জন্য লেখাপড়ায় মনোযোগী হতে হবে।

২৪ ডিসেম্বর চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান আলোচক, দৈনিক আজাদী সম্পাদক, এম এ মালেক তাঁর বক্তব্যে বলেছেন, এ’ ১০০বছরে বিদ্যালয় অনেক গুনীজন সৃষ্টি করেছেন,তাদের পদাঙ্ক অনুসরণ করে,আনন্দের সাথে লেখাপড়ায় ব্রতী ও পরিশ্রমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তবে সাফল্য ধরা দেবেই। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জার্নালিষ্ট ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেছেন, আদর্শ,নৈতিকতাবোধে,দেশেপ্রেমের চেতনায় উজ্জিবীত হয়ে শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা স¤্ভাবনা,স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তিনি পুঁথিগত,মুখস্ত বিদ্যার পরিবর্তে মৌলিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং পরিবার,দেশ,সমাজ,জাতি,রাষ্ট্রের কল্যাণ ও মানুষের সেবার কাজে আসবে।অনুষ্ঠানের বিশেষ অতিথি, চট্টগ্রাম পৌর কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বঙ্গবন্ধুর আদর্শ ও রক্ত¯œাত স্বাধীনতার অগ্রযাত্রার বিরু্েদ্ব ষড়যন্ত্রকারীদের বিরুদ্বে সচেতন থাকার আহ্বান জানান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও,সি) ফরিদ উদ্দিন খন্দকার, প্র/শিক্ষক নূর মোহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাওসার, প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী কামাল উদ্দিন,মাহমুদ আলী।াবদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে স¦াগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক ডা.শাহদাৎ হোসেন।উল্øেখ্য, ২২হতে ২৪ ডিসেম্বর ৩দিন ব্যাপী শতবর্ষ পূর্তির এ’ আয়েজনে প্রতিদিন সন্ধার পর মনো মুগ্ধকর সাংস্কৃতিক কর্মসূচেিত প্রচুর দর্শক উপ¯িথত থেকে অনূষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!