সীতাকুণ্ডে শিপইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৮

সীতাকুণ্ডের মাহিনুর শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট জন। বুধবার (১৫ মে) সকালে উপজেলার বার আউলিয়া এলাকায় মোহাম্মদ মানিকের মালিকানাধীন মাহিনুর শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রুবেল (২৭)। আহত শ্রমিকরা হলেন- মো. মাসুদ (১৯), মো. সোহেল (২২), আল আমিন (২৭), মো. জলিল (৩০), মামুনুল ইসলাম (২৭)। নিহত রুবেলের বাড়ি নোয়াখালীর সেনবাগে। আরও তিন আহত শ্রমিকের সম্পর্কে তথ্য দেননি মালিকপক্ষ।

জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে পুরাতন জাহাজের কেটে ফেলা পিছনের কিছু অংশে কাটিং করার সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এরপর অন্য শ্রমিকরা আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার রুবেল নামে এক শ্রমিককে মৃত ঘোষনা করেন এবং দগ্ধ শ্রমিকদের জরুরি বিভাগে প্রেরণ করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রুজু হবে বলেও তিনি জানান।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ পাশা জানান, জাহাজটি কাটার সময় সকাল সাড়ে ৮ টার দিকে ইঞ্জিনের পাশের রুমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত বাকি আটজনের মধ্যে আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এদিকে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল মেট্রোপলিটনে তিন জন গুরুতর অবস্থায় ভর্তি করলেও খোঁজ দিচ্ছেন না মালিক পক্ষ। এবিষয়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মানিকের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

এস.আর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!