সীতাকুণ্ডে অবৈধ কাঠ আটক, মামলা দায়ের

সীতাকুণ্ড মাদামবিবির হাট এলাকা থেকে অবৈধ চোরাই কাঠ (সেগুন) ও বহনকারী কাভার্ডভ্যান আটক করা হয়েছে। সোমবার ভোরে (২২ এপ্রিল) চট্টগ্রাম উত্তর বনবিভাগের ফৌজদারহাট বিট কাম চেকপোস্ট স্টেশনের কর্মকর্তারা কাঠবোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কাভার্ডভ্যানে অবৈধ সেগুন কাঠ পাচার হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নুর সিদ্দিকীর নির্দেশে বিট কর্মকর্তারা সেগুন কাঠবোঝাই কাভার্ডভ্যানটি আটক করেন। এসময় গাড়িচালক ও হেলপার পালিয়ে যায়।

ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, জব্দকৃত সেগুন কাঠের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এর আগে ১৭ এপ্রিল (বুধবার) প্রায় ১০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছিলো। সব মিলিয়ে প্রায় আটটি বনজ মামলা দায়ের করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!