সাতকানিয়ার দক্ষিণেশ্বরী কালী মন্দিরে লুটপাট ও প্রতিমা ভাংচুর

পল্লী মঙ্গল সমিতির মানববন্ধন

সাতকানিয়ার পুকুরিয়া-তুলাতলীতে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে লুটপাট ও প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। শনিবার (১৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পাঁচ ভরি স্বর্ণলংকারসহ প্রণামী বক্স থেকে টাকা লুটপাট করে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়া পল্লী মঙ্গল সমিতির মানববন্ধনে এসব কথা জানানো হয়।

বক্তারা বলেন, সাতকানিয়ার দক্ষিণেশ্বরী কালী মন্দিরে বর্তমানে প্রায় দুই হাজার মানুষ পূজা অর্চনা করে। ওইদিন রাত ১টা থেকে ভোররাত পর্যন্ত অজ্ঞাতনামা দূবৃর্ত্তরা দরজা ভেঙ্গে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে প্রবেশ করে প্রতিমার গলার পাঁচটি স্বর্ণের চেইনসহ পাঁচ ভরি স্বর্ণলংকার এবং প্রণামী বক্স ভেঙ্গে টাকা পয়সা লুট করে। তারা আরো জানান, এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি। এ ঘটনায় আমরা হতাশা আর আতঙ্কের মধ্যে আছি।

এ সময় দুর্বৃত্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী সাতকানিয়া পল্লী মঙ্গল সমিতির নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট তপন কান্তি দাশ। সমিতির সভাপতি অজিত চৌধুরী ও সাধারণ সম্পাদক তপন ধর। আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র ঘোষ, তপন কুমার পান্ডে, পংকজ চক্রবর্ত্তী, বিপুল ধর বাপ্পু, তমাল ধর, সবুজ ধর, প্রকাশ ধর প্রমুখ।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!