লোহাগাড়ায় সরকারিভাবে দ্বিতীয় দফায় ধান ক্রয়

লোহাগাড়ায় দ্বিতীয় দফায় সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন জানান, উপজেলার আধুনগরের হরিণা, কলাউজান ও লোহাগাড়া সদরের দক্ষিণ সুখছড়ি এলাকার কৃষকদের কাছ থেকে ৭ হাজার কেজি ধান প্রতি কেজি ২৬ টাকা করে ক্রয় করা হয়েছে।

ইউএনও জানান, ন্যায্যমূল্য দিতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। সরকারীভাবে ধান ক্রয়ের ফলে কৃষকরা অত্যন্ত লাভবান হবে। প্রকৃত কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারে সে জন্য উপজেলা প্রশাসন সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

এ সময় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আওয়াই মং চাক ও লোহাগাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!