লোহাগাড়ায় বিষপানে গৃহবধুর মৃত্যু

লোহাগাড়ায় বিষপানে আফরোজা খানম মুমু (১৮) এক গৃবধুর মৃত্যু হয়েছে। ২১ মে মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধু মারা যায়। গত ১৬ মে বৃহস্পতিবার ওই গৃহবধু বিষপান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত গৃহবধুর দেবর সাইফুল ইসলাম।

জানা যায়, গত তিন মাস পূর্বে উপজেলার আধুনগর রূপবান পাড়ার আবুল হাশেমের পুত্র মো. শফির সাথে একই ইউনিয়নের উত্তর হরিণা মিয়া পাড়ার নুরুল হকের কন্যা আফরোজা খানম মুমু’র বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর স্বামী বিদেশ চলে যায়। ঘটনার দিন মেয়ের শ্বশুর বাড়িতে তার মা বেড়াতে আসেন এবং মা- মেয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ওই গৃহবধু সকলের অজান্তে বিষপান করেন। তাৎক্ষণিকভাবে ওই গৃহবধুকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশংকfজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর গৃহবধু আফরোজা খানম মুমু মারা যায়।

নিহত গৃহবধুর দেবর সাইফুল ইসলাম জানান, তার ভাবীর পরকিয়া সম্পর্ক ছিল। বিষয়টি প্রকাশ হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শফিউল্লাহ জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!