লোহাগাড়ায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

মাহে রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে লোহাগাড়া শহর পরিচালনা কমিটি ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে লোহাগাড়া থানা পুলিশের মতবিনিময় সভা ৫ মে রাতে লোহাগাড়া থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়।

ষ্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও‌ দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি সাত্তার সিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।

lohagara-police

প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম।

শহর পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা কোম্পানির নেতৃত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব শহীদুল কবির সেলিম, সদস্য মেজবাহ উদ্দিন রাজিব, কামাল উদ্দিন, এরশাদুল হক, আলহাজ্ব আমানুল হক, নুরুল কবির সাওদাগর, আবদু ছবুর মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার।

সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক রাইহান সিকদার, সাংবাদিক এরশাদ, লোহাগাড়া ষ্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক শফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, কর্ণফুলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. খোরশেদ, ঔষধ ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, আপন সিটি নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবদল্লা বাবলু, সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক মোঃ কফিল, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির মহিউদ্দিন, আলুরঘাট সমিতির ফরিদ উদ্দিন প্রমুখ।

মত বিনিময় সভায় ব্যবসায়ীদের স্বার্থে ও ক্রেতাদের সুবিধার্থে রমজানে
পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, মাইকিং ব্যবস্থা, মার্কেটে সার্বক্ষণিক পুলিশি টহল বৃদ্ধি, যানজট নিরসনে ব্যবসায়ীদের পুলিশকে সহযোগিতা, বটতলী শহর ও মার্কেট সিসি ক্যামেরার আওতায় আনা, পকেটমার, ছিনতাই, বখাটেদের উৎপাত বন্ধে পুলিশের কঠোর ভূমিকার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!