রাউজানে তিন হোটেলকে ৩৩ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা ও ভেজাল খাদ্য প্রতিরোধের অংশ হিসেবে রাউজানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় রাউজান জলিল নগরের আপন বাড়ি রেস্টুরেন্ট, মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মুন্সিরঘাটার গাউছিয়া হোটেলকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ।

অভিযানে হোটেলে খাবারে রং মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পঁচা মাছ বিক্রি, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার আইনে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা বলেন, পবিত্র রমজানের প্রথম দিনে ভেজালবিরোধী অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!