মানুষের চলাচলের অসুবিধা হয় এ রকম রাজনীতির দরকার কি!

মানুষের চলাচলের অসুবিধা হয় এ রকম রাজনীতির দরকার কি! 1নুরুল আলম, চন্দনাইশ : প্রার্থী কেউ হবে না, মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা কর্ম, জনমত ও রিপোর্টের ভিত্তিতে নির্ণয় করা হবে। তবে সবার মার্কা হবে নৌকা। দল করলে সবাইকে দলের নিয়ম কানুন ও নেতৃত্ব মানতে হবে। আজ শনিবার ১১ ফেব্রূয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কক্রাবাজার যাওয়ার পথে চন্দনাইশের গাছবাড়িয়া খান হাট এলাকায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখছিলেন। চন্দনাইশ উপজেলা যুবলীগের উদ্যেগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরমেয়র মাহাবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী ও জেলা পরিষদ সদস্য আবু আহম্মদ জুনু, সংরক্ষিত চট্টগ্রাম জেলা পরিষদের মহিলা সদস্য ওয়াছিকা খানন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা এ.টি.এম পেয়ারুল ইসলাম,হাসিমপুর ইউপি চেয়ারম্যান আলমীগরুল ইসলাম চৌধুরী, বৈলতলী ইউপি চেয়ারম্যান মোস্তফা দুলাল, চন্দনাইশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী প্রমূখ। ১২টা ১০ মিনিট সময়ে মন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশ মঞ্চে উপস্থিত হন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ। সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর বক্তব্যের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের দ্্ুই মাসের মধ্যেই খান হাট-ধোপাছড়ি-বান্দরবন সড়ক এবং বরকল বেলী ব্রীজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান। মন্ত্রী আরো বলেন, দীর্ঘদিন বৈলতলী খোদার হাট সেতুর কাজ পড়ে আছে এবং এই গুরুত্বপূর্ন সেতুর কাজ দূত সম্পূন্ন করা হবে উল্লেখ করে যোগাযোগের জন্য উদ্বোধনপূর্বক খুলে দেওয়া হবে। মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন- রাস্তার ধারে সমাবেশ করে যাত্রী-জনগণের চলাচলে অসুবিধা, রোগী ও এম্বুলেন্স যাতায়াতে বিঘœ করে মানুষের অসুবিধা হয়, এ’রকম রাজনীতির দরকার নেই। তিনি সড়ক ও সড়কের পাশে সমাবেশ’র আয়োজন না করার আহবান জানান ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!