পটিয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে কারাদন্ড

পটিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ২০ দিনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। দন্ডিত ব্যাক্তির নাম রফিকুল ইসলাম বাবুল।

তিনি চন্দনাইশ উপজেলার পাঠানটুলি গ্রামের মৃত নুরুচ্ছফার পুত্র। ঘটনাটি ঘটে আজ বুধবার বিকেল ৩ টায় উপজেলার কচুয়াই গ্রামের নজরুলের বাড়ীর মুরগীর ফার্ম এলাকায়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান চট্রগ্রাম প্রতিদিনকে জানান, বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ৪ এর (জ) ধারায় টপ সয়েল কাটায় অভিযুক্ত ব্যাক্তিকে ২০ দিনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!