দুরন্ত দুর্বারে ‘রমজানের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী বহুমূখী সামাজিক প্রতিষ্ঠান ‘দুরন্ত দুর্বার’ এর উদ্যোগে ২৪ মে (শুক্রবার) পুরাতন ব্রিজঘাটের একটি মিলনায়তনে ‘পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি এম মুছা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব আজিম আলী। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সাবেক উপ মহাপরিচালক এম এম এরশাদ, বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান ফারুকী, মাস্টার আলী আহমদ, লায়ন হাকিম আলী, আলহাজ্ব হায়দার আলী রনি, আবদুস ছবুর, কবির আহমেদ মেম্বার, কামাল আহমেদ রাজা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দিন।

সাধারণ সম্পাদক এম রমজান আলী রমুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাফেজ আহমেদ, জালাল আহমেদ, দিল আহমেদ শাহীন, আবু তাহের মেম্বার, জলিল আহমেদ, ঠিকাদার আবদুল মালেক রানা, আকিব জাবেদ, মো. সিরাজুল ইসলাম, বেলায়েত হোসেন, আরিফুল ইসলাম রুবেল,আব্দুর রহমান আসাদ, লিটন আহমেদ, মুহাইমিনুল ইসলাম সোহেল আলী আজম, আলী আকবর, মাসুদ হাসান, আবুল কাশেম, আরিফুল ইসলাম, মোঃ বাহার, আকরাম হোসেন রানা, আসরাফ আলী মুন্না, আবদুল কাদের, ওমর ফারুক রানা প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে। আর রোজার মধ্য দিয়ে নিজেকে আত্মশুদ্ধ করতে হবে।আলহাজ্ব আজিম আলী আরো বলেন, দুরন্ত দুর্বার সংগঠনটি যেন অতীতের মতো মাদক ও অনাচারের বিরুদ্ধে রুখ দাড়ায়। সমাজ বির্নিমাণে সামাজিক সংগঠনগুলোকে এভাবেই সমাজকে রক্ষা করতে এগিয়ে আসবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!