দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

রাউজান প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ৩০ শে সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক আলোচনা সভা কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন সংগঠনটি।

 

গত মঙ্গলবার রাত ৮ টায় নোয়াপাড়া পথেরহাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক লায়ন ম্যালকম চক্রবর্তী লিখিত বক্তব্যের মাধ্যমে বার্ষিক আলোচনা সভাকে ঘিরে নানা কর্মসূচি ঘোষণা করা হয়। raozan-puja-parishad-pic-28-09-16

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি প্রকাশ শীল, সাবেক সভাপতি সুজিত দাশ মিন্টু, কানু রাম দাশ, চন্দন কুমার বিশ্বাস, ধনা মহাজন ভুলু, রাজেশ ভট্টচার্য্য, উদয় দত্ত অর্ক, উজ্জল দেবনাথ, সুপন বিশ্বাস, অজিত বিশ্বাস মেম্বার, আব্দুল মালেক মেম্বার, নুরুল আবসার মেম্বার, সাইফুর রহমান, ছাত্রনেতা রুবেল বৈদ্য, মানস চক্রবর্ত্তী মিঠু, পিন্টু বিশ্বাস, অমিত ঘোষ রাজু, লিটন মালাকার, সজল দাশ, লিটন চক্রবর্ত্তী, দিবস নন্দী, সুজন চক্রবর্ত্তী, শিমুল দাশ, মিশু আশ্চার্য্য প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে জানানো হয় বার্ষিক সম্মেলনে ৩ হাজার নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ ও ৬ হাজার মানুষের ভোজের আয়োজন করা হবে। এছাড়াও রয়েছে দেশের স্বনামধন্য শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ।

 

উল্লেখ্য আগামী ৩০ সেপ্টেম্বর উপজেলার গশ্চি নয়াহাটস্থ অতিথি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে পরিষদের বার্ষিক আলোচনা সভা। এতে উদ্বোধক থাকবেন দৈনিক ভোরের কাগজ’র সম্পাদক শ্যামল দত্ত। প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম করিম চৌধুরী এমপি। প্রধান বক্তা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল। এছাড়াও উপস্থিত থাকবেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

রিপোর্ট : জয়নাল আবেদীন

এ এস / জি এম এম / আর এস পি ::;

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!