চন্দনাইশে বিজয় দিবস উদযাপিত

চন্দনাইশে বিজয় দিবস উদযাপিত 1নুরুল আলম,চন্দনাইশঃ চন্দনাইশে উৎসাহ উদ্দীপনা নিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।এ’ উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহন করে।প্রশাসনিক ভবন,অফিস এবং উপজেলা নির্বাহী কার্যালয়ের সম্মুখ সড়কের দু’পাশে আলোক সজ্জার ঝলমল রুপ দিবসের আনন্দকে বৃদ্বি করে।সূর্যোদয়ের সাথে সাথে বিজয় দিবসের কর্মসূচি আরম্ভ হয়।চন্দনাইশ সদরে নব নির্মিত কেন্দ্্রীয় শহীদ মিনারে সরকারী-বেসরকারী বিভিন্ন অফিস,প্রতিষ্ঠান,রাজনৈতিক দল,সামাজিক সংগঠন সমূহ পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্বা জ্ঞাপন করেন।প্রথমে উপজেলা প্রশাসন এবংপর পর পুলিশপ্রশাসন,মুক্তিযোদ্বা,আওয়ামী লীগওঅঙ্গ সংগঠন.বিএনপি ও তার অঙ্গ সংগঠন.এলডিপি,ইসলামী ছাত্রসেনা,যুবসেনা,চন্দনাইশ ছাত্র সমিতি,স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় কাসেম-মাহবুব ও ফাতেমা জিন্নাহ,চন্দনাইশ প্রতিবন্ধী সংস্থা পুষ্পার্ঘ অর্পন করে।চন্দনাইশ উপজেলা আওয়ামী মহিলা লীগ প্রতিটি ইউনিয়ন হতে তাদের নেত্রীদের নিয়ে পুষ্পার্ঘ অর্পন করে।সকাল ১০টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের বিশাল মিছিল নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদান করা হয়।।চট্টগ্রাম ওমরগনি এম.ই.এস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহেদ হোসেন চৌধুরী(বাবু)এ’মিছিলের নেতৃত্ব দেন।এর আগে গাছবাড়িয়া কলেজগেট এলাকায় সমাবেশ করে মিছিল নিয়ে খানহাট এলাকা প্রদক্ষিণ পূর্ব্বক মিজ্জিরদোকান হয়ে চন্দনাইশ সদরের সড়ক প্রদক্ষিণ করে।শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যে বাবু ছাত্র-যুবকদের আদর্শের প্রতি অনুগত থেকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বঙ্গবন্ধ ুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ব থেকে প্রতিপক্ষকে মোকাবেলার আহ্বান জানান।উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে এবংঅডিটোরিয়ামে মুক্তিযোদ্বা ও শহীদ মুক্তিযোদ্বা পরিবারের সদ¯্যদের সম্বর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমানের সভাপতিতে¦ এতে নজরুল ইসলাম চৌধুরীএম,পি প্রধান অতিথি ছিলেন।উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,ভাইস চেয়ারম্যান,থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খোন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!