চন্দনাইশে ফ্রি মেডিকেল ক্যাম্প

চন্দনাইশে ফ্রি মেডিকেল ক্যাম্প 1চন্দনাইশ প্রতিনিধি: উপজেলা সদরের পূর্ব হারলা একতা সংঘের উদ্যেগে ৬ সেপ্টম্বর ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।বিশেষজ্ঞ চিকিৎসকগন ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ।রক্ত গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী ষ্টলে ব্যাপক সংখ্যক লোকের সমাগম লক্ষ্যণীয়।বিপুল সংখ্যক পুরুষ-মহিলা চিকিৎসা পরামর্শ সেবা নিতে ভীড় দেখা যায়।সকালে ক্যাম্পের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার(ভূমি) মো.মোবারক হোসেন।ফ্রি চিকিৎসায় অংশ গ্রহন করেন এলাকার সন্তান ও বিশিষ্ট চিকিৎসক মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিউরোলজি বিভাগীয় প্রধান ডা: মো:নাজিম উদ্দিন,চক্ষু বিশেষজ্ঞ ডা:তাহমিনা পারভিন(রিতু), ডা:সাদিয়া সুলতানা এমডি(নেফ্রোলজি),ডা:মিসকাতুন জিন্নাত,ডেন্টাল সার্জন ডা;আশিফ কামাল। বিকেলে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্র:শিক্ষক(অব:)আবদুচ ছালাম,চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা অফিসার(অব:)মো.খায়রুল বশর .সাংবাদিক নুরুল আলম.বিশিষ্ট ব্যবসায়ৗ ও সমাজ সেবক আহমদ নবী,রাজনীতিক আবুল কাসেম বাবলু,মনজুর আলম.নুরুদ্দীন হিরু, মো.রাশেদ, মো.এরশাদ,তানভীর আহমদ,তৌহিদ, এমরান মানিক,হামিদ,গোফরান,ফয়সাল.শহীদ এবংসংঘের নব নির্বাচিত সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন।
মাদকাসক্তি দূরীকরণে ও সামাজিক –সাংস্কৃতিক ,মানবিক মূল্যবোধ সম্পন্ন সু¯থ সমাজ বিনির্মানে সংগঠন বলিষ্ট ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!