কেন্দ্রীয় নেতা ছাড়াই পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির সভা !

কেন্দ্রীয় নেতা ছাড়াই পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির সভা ! 1পটিয়া প্রতিনিধি : দক্ষিণ জেলা বিএনপির কর্মী সভায় পটিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের পর কেন্দ্রীয় নেতা ছাড়াই শেষ পর্যন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ শাহজাহান জুয়েলের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম, জেলা বিএনপির সহ-সভাপতি ইফতেখার হোসেন চৌধুরী মহসীন, সফিউল আলম জকু, এডভোকেট ফোরকান, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, চেয়ারম্যান আজিজুল হক, যুগ্ম সম্পাদক মনজুর উদ্দীন চৌধূরী, কামরুল ইসলাম হোসাইনী, সহ- সাধারণ সম্পাদক চেয়ারম্যান রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এস,এম, মামুন মিয়া, প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন, দপ্তর সম্পাদক এডভোকেট আবু তাহের, চেয়ারম্যান মুজিব, পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক কবিয়াল আবু ইউসুফ, বোয়ালখালী পৌরসভা সেক্রেটারী মো. ইসহাক, কর্ণফুলী বিএনপি সভাপতি এহসান এ খান, পটিয়া উপজেলা সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাধারণ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চন্দনাইশ বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, লোহাগাড়া বিএনপি সাধারণ সম্পাদক ছলিম উদ্দীন খোকন, বাঁশখালী বিএনপি সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, চেয়ারম্যান আমিনুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সহ-সভাপতি মো. শাহজাহান চৌধূরী।
সভায় গাজী মোঃ শাহজাহান জুয়েল বলেন, আওয়ামী লীগের কিছু কুচক্রীমহলের ইন্ধনে গাড়ী ভাংচুরসহ কর্মী সভায় বিশৃঙ্খলা করে নেতাকর্মীর উপর হামলা করেছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে কাজ করার আহবান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!