নগরীতে বৈশাখের ফ্যাশন ট্রেন্ড

বছর ঘুরতেই আবারো এলো পহেলা বৈশাখ। এরমধ্যেই বৈশাখী উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। বাংলা দিনপঞ্জির নতুন বছরকে বরণ করে নিতে নতুন বৈশাখী পোশাক সংগ্রহ নিয়ে সেজেছে নগরীর ফ্যাশন হাউজগুলো।

লাল-সাদা রঙের পোশাক পরে বৈশাখ উদযাপনের চল রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে ফ্যাশন হাউজগুলো পোশাকে লাল-সাদা রংকে প্রাধান্য দিয়েছে। এ দিনে বাঙালী নারীরা শাড়ি পরতে ভালবাসে। পাশাপাশি নারীরা এখন সালোয়ার-কামিজ ও ফতুয়াও পরছেন। বৈশাখী আয়োজনে ছেলেদের জন্যে পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট এর পসরা বসেছে দোকানগুলোয়। শাড়ি, পাঞ্জাবিসহ বিভিন্ন পোশাকে বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। এ বছর ডিজাইনে লোকশিল্পকে প্রাধান্য দেয়া হয়েছে। লোকশিল্পকে ফুটিয়ে তুলতে ব্লক, অ্যাপলিক, এমব্রয়ডারি, স্প্রে, কম্পিউটার এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি এ ধরনের শিল্প ব্যবহার করা হয়েছে।

উৎসব উপলক্ষে ক্রেতাদের জন্যে ভিন্ন ধারার পোশাক তৈরি করেছে আরিয়ন ফ্যাশন হাউস। দেশীয় থিম ব্যবহার করে প্রাচীন স্থাপনাগুলোর নকশা ফুটিয়ে তোলা হয়েছে এসব পোশাকে। আলপনার উজ্জ্বল লতা-পাতা, ফুলও নকশা হিসেবে ব্যবহার করা হয়েছে। ডিজাইনার আমেনা রহমান ভিন্নধর্মী কাজের মধ্যে দিয়ে এসব লোকজ কারুশিল্প বৈশাখের পোশাকে তুলে ধরেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!