এপিক হেলথ কেয়ারের সাথে চবি’র স্বাস্থ্য সেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি

এপিক হেলথ কেয়ারের সাথে চবি’র স্বাস্থ্য সেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি 1চট্টগ্রামে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্বলিত ডায়াগনস্টিক সেবা দানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার এর সাথে স্বাস্থ্য সেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ।

২৮ মার্চ সোমবার দুপুর ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের লেকচার থিয়েটার-১ এ এসমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এপিক হেল্থ কেয়ার লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) টি এম হান্নান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এর বিভাগীয় সভাপতি ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লি: এর পক্ষে ডিরেক্টর (অপারেশন) ডা. এনামুল হক, এজিএম ডা: সাইফুদ্দিন মো: খালেদ, ম্যানেজার-কর্পোরেট বিজনেস মুহাম্মদ সোয়েব হোসেন ফারুকী এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার, সহকারী অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান সহ উক্ত বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: আতিয়ার রহমানের সঞ্চালনা ও বিভাগীয় সভাপতি ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা এবং গবেষণা বিষয়ে দু’পক্ষের পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উম্মোচনের নানামাত্রিক দিকগুলো তুলে ধরেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার এবং এপিকের পরিচালক ড. মো: এনামুল হক। এপিকের সেবা সমূহের বিষয়ে ডকুমেন্টারী উপস্থাপন করেন ডা: সাইফুদ্দিন মো: খালেদ এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের পক্ষে উপস্থাপন করেন ড. মো: আতিয়ার রহমান। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!