বিশ্ববিদ্যালয়ের সাফল্য নির্ভর করে গবেষণায়

ইডিইউতে কর্মশালায় মালয়েশিয়ার গবেষকদ্বয়

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে মালয়েশিয়া থেকে আগত অধ্যাপক ড. আযিলাহ বিন্তি কাসিম ও সহযোগী অধ্যাপক ড. হিশাম বিন জাকিরিয়ার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন)‘পাবলিকেশন ইন হাই ইম্প্যাক্ট জার্নাল’ শিরোনামের এ কর্মশালায় আগত দুই গবেষক গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে ভালো মানের জার্নালের ভূমিকা ও প্রয়োজনীতা নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় গবেষকদ্বয় বলেন, গবেষণালব্ধ অর্জন মানুষের কাছে পৌঁছানোর উপায় হলো ভালো মানের জার্নালে প্রকাশনা। এতে গবেষণালব্ধ জ্ঞানের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ে। কেননা এ ধরণের জার্নালগুলো পরিমাণের চেয়েও প্রকাশনার মানে অধিকতর গুরুত্ব দেয়। এক্ষেত্রে ভালো মানের জার্নাল চেনার উপায় এবং প্রকাশনার জন্য করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তারা।

এছাড়া স্কোপাস (Scopus) এবং ওয়েব অব সায়েন্স (Web of Science) অধিভুক্ত জার্নালে প্রকাশনা একজন গবেষক এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের র্যা ঙ্কিংয়ে ভালো অবস্থানের ক্ষেত্রে কী ভূমিকা রাখে এবং তা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বিশদ আলোচনা করেন।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!