ঝর্ণায় ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারের নাপিত্তাছড়া ঝর্ণায় ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিমেষ দে (২৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

mirsarai university student pic

 

 

সোমবার (১৫আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে চট্টগ্রামের ফকিটছড়ি উপজেলার নিরঞ্জন দে’র ছেলে। মিরসরাই ফায়ার সার্ভির্সের একটি বিশেষ টিম তাকে উদ্ধার করেছে বলে জানিয়েছেন সীতাকুন্ড সার্কেল এএসপি মাহবুবুর রহমান।
অনিমেষ দের বন্ধু তানভীর আলম জানান, তারা তিন বন্ধু চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে নয়দুয়ার এলাকায় পাহাড়ি ঝর্ণা দেখতে আসেন। পাহাড়ের ওপর থেকে নামার পথে পা পিছলে অনিমেষ দে কুপে পড়ে যায়। এরপর তাকে আর খুঁজে

পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন মিরসরাই ফায়ার সার্ভিসে খবর দিয়ে তারা ঘটনাস্থলে আসে।

 
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, অনিমেষ দে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তৈল ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগ থেকে সদ্য স্নাতক উত্তীর্ণ হয়েছে।

 
মিরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএম জানান, লাশটি বর্তমানে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে।

 

রিপোর্ট : ইলিয়াছ রিপন, মিরসরাই, চট্টগ্রাম।

এ এস / জি এম এম / আর এস পি :::

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!