চবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 1চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ব্যবসায় প্রশাসন অনুষদে গিয়ে শেষ হয়।সেখানে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার চৌধুরী, উপ উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ড.কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক সমিতির নেতারা বক্তব্য দেন।

বক্তব্যে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করছি। প্রথমবারের মত স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম অটোমেশন পদ্ধতিতে নেওয়া হয়েছে। যানজট নিরসনে বিভিন্ন বিভাগে একই সঙ্গে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হচ্ছে। এই ধারা যাতে সামনের দিনগুলোতেও অব্যাহত থাকে সেজন্য সবার সহযোগিতা চাই।’

উপ উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় অনেক কালের সাক্ষী। এখানে আমাদেরও অনেক স্মৃতি জড়িয়ে আছে। মাঝে মধ্যে মনে হয় এইতো সেদিন ক্লাস করেছি। বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাক সে কামনা থাকবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!