বিসিএস পরীক্ষায় চট্টগ্রামে অনুপস্থিত ৮০১৬, পিএসসি বলছে ফণীর প্রভাব পড়েনি

৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় চট্টগ্রামের ২৯টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৩৭ হাজার ১১৪ জন। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন আট হাজার ১৬ জন পরীক্ষার্থী। তবে এত সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতিকে স্বাভাবিক বলছেন পিএসসির কর্মকর্তারা।

পিএসসির চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আবদুল হাই বলেন, আমাদের ২৯টি কেন্দ্রে যথাযথভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আট হাজার ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এত অনুপস্থিতির কারণ ঘূর্ণিঝড় ফণীর কারণে কিনা জানতে চাইলে তিনি বলেন,‌ ‘না না, এটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। অনেকে আবেদন করে কিন্তু নানা কারণে পরীক্ষা দেয় না। তবে পরীক্ষায় ফণীর কোনো প্রভাব পড়েনি।’

ফণীর কারণে পরীক্ষা পেছানো হতে পারে কিনা এমন গুঞ্জন ছিলো গতকাল থেকেই। তবে পিএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে অনড় ছিলো। ফণীর কারণে উপকূলীয় অঞ্চলের পরীক্ষার্থীরা উদ্বিগ্ন থাকলেও আজ শুক্রবার (৩ মে) সকালে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালের দিকে আবহাওয়াও তেমন কঠিন রূপ ধারণ করেনি।

চট্টগ্রাম কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, কঠোর নিরাপত্তা ও তল্লাশি করে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে পুলিশ নিরাপত্তা কর্মীরা।

পরীক্ষা শেষে হাফিজুর রহমান মোল্লা নামের এক পরীক্ষার্থী জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো, সেটা অনেক পরীক্ষাতেই থাকে, ফণীর কারণে কোনো প্রভাব পড়েনি।

নোয়াখালী থেকে আসা খালিদ হোসেন নামের আরেক পরীক্ষার্থী বলেন, ভয়ে ভয়ে পরীক্ষা দিতে আসছি, একদিকে ফণীর ভয়, অন্যদিকে যদি পরীক্ষা স্থগিত করে সেটার ভয়। কারণ অনেক কষ্ট করে চট্টগ্রামে এসেছি পরীক্ষা দিতে। তবে হয়ে গেছে এটা ভাল হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!