এইচএসসি/ ফলাফলে চট্টগ্রামের সেরা ১০ কলেজ

২০১৯ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর অংশ নিয়েছে ৯৮ হাজার ৯২৬ জন। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে আছে যেসব কলেজ-

চট্টগ্রাম কলেজ
বরাবরের মতোই এবারেও জিপিএ পাঁচ প্রাপ্তির দিক থেকে সেরা দশের তালিকায় শীর্ষে চট্টগ্রাম কলেজ। পরীক্ষায় অংশ নিয়েছে ৮৭৮ জন শিক্ষার্থী। ৯৮.৬৩ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৫৫৫ জন।

সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ
জিপিএ পাঁচ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে কলেজটি। ১৭৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৫.৯৯ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৫৩৪ জন।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ
তৃতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ২১৫৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ৮৯.০৪ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৩২১ জন।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
৯৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৯.২৭ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ২৫০ জন।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
পঞ্চম অবস্থানে থাকা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১২৮০ জন। ৯৭.১১ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ১৭৩ জন।

সরকারি কর্মাস কলেজ
৮৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৮.৪৯ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ১৫৭ জন।

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ
৪৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯৮.৭১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯৩ জন।

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ
১৭৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯৯.৪৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৮৪ জন।

পটিয়া সরকারি কলেজ
১২৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮৫.০৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ৬১ জন।

হাজেরা তজু ডিগ্রি কলেজ
১৮৮০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯১.৮১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫৫ জন।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!