চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৭.০৪%

বরাবরের মতো এবারেও ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নগরীর চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। এবারে পাশের হার ৯৭.০৪ শতাংশ এবং গত বছরে জিপিএ পাঁচ বছরে সংখ্যা ছিল ২৪২ জন।

জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষায় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩০৪জন মোট পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯৫ শিক্ষার্থী। জিপিএ পাঁচ পেয়েছে ১৪৬ জন। জিপিএ ‘এ’ পেয়েছে ১৫৮ জন। দুই পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ফেল করেছে সাতজন।

জিপিএ পাঁচ পাওয়া কয়েকজন ছাত্র মাসায়েক আজিম, অন্তর চৌধুরী, জোনায়েদ আহমেদ শিকদার, আয়াত আনোয়ার, এস.এম মুক্তাদির জানান, ‘ভাল ফলাফলের জন্য তাদের শিক্ষক পিতামাতা ও নিজের পরিশ্রমের ফল।নিয়মিত পড়ালেখা ও মুল বইয়ের পুরোটা পড়ার কারণে ভাল ফলাফল করতে সক্ষম হয়েছে।

প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ‘আমরা আন্তরিকতার সাথে পাঠদান করেছি।আমাদের ছাত্রদের ভাল প্রস্তুতি ছিল। তবে সার্বিকভাবে আমাদের ফলাফল ভাল নয়। গত বছরের তুলনায় ৯৬ জন জিপিএ পাঁচ কম পেয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা ক্লাসের চেয়ে কোচিং-এ বেশী মনোযোগী। অভিবাবকরাও সন্তানদের জোর করে কোচিং করান। ফলে অতিরিক্ত চাপের কারণে ছাত্ররা অনেক সময় ফেল করে।

এবারের ফলাফল নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ‘আমরা ফলাফলে সন্তুষ্ট নই। আরো ভাল ফলাফল আশা করেছিলাম।

উল্লেখ্য, ১৯০৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় ১৯০০। বিদ্যালয়টি নগরীর কলেজ রোডে অবস্থিত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!