চট্টগ্রামে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ১৭ সেপ্টেম্বর

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানিয়েছেন, এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা থাতাগুলোর ফল প্রকাশ করা হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

মাহবুব হাসান

 

এবার ১৪ হাজার ৯২৩ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

 
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলার দুই পত্র ধরে ৯ হাজার ৯৮২টি, ইংরেজি দুইপত্র ধরে ৮ হাজার ৬৯৮টি, পর্দাথবিজ্ঞান দুই পত্র ধরে ৫ হাজার ৯৬২ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঁচ হাজার ১৪৩টি খাতা।

 

 

তিনি জানান, ২০১৫ সালে এইচএসসি পরীক্ষার ৯ হাজার ৯৬১ শিক্ষার্থী ৩৫ হাজার ৩৮৭টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে ২১৯ জনের ফল পরিবর্তন হয়।

 

গত ১৮ অগাস্ট ঘোষিত এইচএসসির ফলে চট্টগ্রামে শিক্ষাবোর্ডে ৫৬ হাজার ১৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে পাশের হার ছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ।

রিপোর্ট : রাজীব

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!