৩ নম্বর সতর্ক সংকেত বহাল :দুর্বল হবে নিম্নচাপ

৩ নম্বর সতর্ক সংকেত বহাল :দুর্বল হবে নিম্নচাপ 1আবহাওয়া প্রতিদিন : আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় টাঙ্গাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!