১ নম্বর সতর্কতা সংকেত

১ নম্বর সতর্কতা সংকেত 1আবহাওয়া প্রতিদিন : দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এই তথ্য জানান।

তিনি আরও বলেন, নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখানো হলেও সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্কতা সংকেত দেখানো হয়নি।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গতকাল শুক্রবারের তুলনায় আজ শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৮টি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!