রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ঘর ও মসজিদ (ভিডিও)

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে সাতজন। আগুনে পুড়ে গেছে ২৫টি কুঁড়েঘর ও একটি মসজিদ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বেলা সোয়া ১টার দিকে রোহিঙ্গা শরণার্থী শিবিরের তুর্কিপাহাড় এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় রোহিঙ্গাদের ২৫টি কুঁড়েঘর ও একটি মসজিদ পুড়ে গেছে এবং শিশুসহ দুজন আহত হয়। আহতরা হলো ক্যাম্প-৫ এর নুরুল ইসলামের মেয়ে তসলিমা (১০), আলী আহমদের ছেলে হোছন (৫৫)। আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে প্রেরণ হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অতীশ চাকমা।

ukhia-kutupalong

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান, রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে রান্না করার সময় আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!