রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ডাব্লিউএফপির ত্রাণবাহী ট্রাক জব্দ করেছে বিজিবি

কক্সবাজারের রামু-মরিচ্যা যৌথ চেকপোস্টে আবারও ডাব্লিউএফপি (ওয়ার্ড ফুড প্রোগ্রাম) থেকে পাঠানো রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল ১০ টায় মরিচ্যা গরুরহাট এলাকায় তল্লাশিকালে বালুখালী থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রাকটি (চট্টমেট্রো-ট-৬৪১১) ফেলে পালিয়ে যায় ড্রাইভার।

পরে ট্রাক তল্লাশি করে ২৫ হাজার কেজি এ্যাংকর ডাল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, ট্রাকসহ জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাতেও ত্রাণবাহী কার্ভাডভ্যান (চট্টমেট্রো-ট-১১-৯৪৩১) জব্দ করে বিজিবি-৩৪।

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য বিভিন্ন এনজিও সংস্থার ত্রাণসামগ্রী রোহিঙ্গা ক্যাম্পগামী না হয়ে এনজিওর অসাধু কর্মকর্তাদের সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারসহ দেশের আনাচে-কানাচে পাচার হচ্ছে। জব্দকৃত মালামালসহ কাভার্ডভ্যান বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হয় বলে জানিয়েছেন ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক আশরাফ উল্লাহ রনি।

এ বিষয়ে জানতে ডাব্লিউএফপির লজিস্টিক অফিসার মুনতাসির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!