রামুর মরিচ্যা চেকপোস্টে ত্রাণবাহী ট্রাক জব্দ

কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্টে রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে যাওয়ার পথে ত্রাণবাহী একটি ট্রাক জব্দ করেছে ৩৪ বিজিবি।

জানা যায়, মঙ্গলবার (১১ জুন) বিকালে মরিচ্যা চেকপোস্ট নামক স্থানে যানবাহন তল্লাশীর সময় কুতুপালং থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রাক ফেলে ড্রাইভার পালিয়ে যায়। এ সময় ট্রাকটি তল্লাশী করে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রদত্ত ১ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের ২ হাজার ৭০০ কেজি এ্যাংকর ডাল জব্দ করা হয়।

উল্লেখ্য, মিয়ানমার থেকে আশ্রিত রোহিঙ্গাদের বিতরণের জন্য নেওয়া হলেও এনজিও কর্তাদের যোগসাজসে সিন্ডিকেটের মাধ্যমে ক্যাম্পে না নিয়ে উল্টোপথে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। জব্দকৃত মালামালসহ ট্রাকটি বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক আশরাফ উল্লাহ রনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!