মহেশখালীতে রাখাইনদের তিনদিনব্যাপী জলকেলি উৎসব শুরু

মহেশখালীতে রাখাইনদের তিনদিনব্যাপি মাহা সাংগ্রেং পোয়ে বা জলকেলি উৎসব শুরু হয়েছে।এই উৎসব চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। রাখাইন পঞ্জিকা মতে ১৪ এপ্রিল শেষ হয়েছে রাখাইন বর্ষ ১৩৮০ সাল। আর ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন ১৩৮১ রাখাইন বর্ষ।

মহেশখালী বড় রাখাইন পাড়ার রাখাইন ইয়ং ইউনাডেট ক্লাবের উপদেষ্টা উছেন থে রাখাইন জানান, বহু আগে থেকেই রাখাইন নববর্ষ উপলক্ষে সামাজিকভাবে সাংগ্রে পোয়ে উৎসব পালন হয়ে আসছে। এ উৎসবে আমরা একে অপরের গায়ে পানি ছিটানোর মধ্য দিয়ে পুরনো দিনের সব হিংসা বিদ্বেষ ভুলে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, রাখাইনদের জলকেলি উৎসব উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আনসারও মাঠে রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!