মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৯ মে) বিকেল ৫টায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা এ অভিযান পরিচালনা করেন। এ সময় রবি আলম সওদাগর নামে মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনসূত্রে জানা যায়, নতুনবাজারের রবি স্টোর বিভিন্নভাবে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলামের কাছে বেশ কয়েকজন ক্রেতা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার মহেশখালী উপজেলা প্রশাসন ওই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ক্রেতাদের অভিযোগের শতভাগ সত্যতা পাওয়া যায়। ক্রেতাদের সাথে প্রতারণা ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়৷

এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!