মহেশখালীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মহেশখালীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩) এপ্রিল উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার আজমের সঞ্চালনায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আশেক উল্লাহ রফিক এমপি। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশা, মহেশখালী থানার ওসি প্রভাস চন্দ্র ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলভী জহির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম, মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম মেম্বার, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবদুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, উপজেলা শ্রমিক লীগ নেতা আবদু শুক্কুর, বড়মহেশখালী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সালমান ও বড়মহেশখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল খান জয়।

বক্তারা বলেন, ইতোমধ্যে ক্রীড়া ক্ষেত্রে মহেশখালী অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ জাতীয় দল ও বিভিন্ন জাতীয় ক্লাবে মহেশখালীর সন্তানরা এখন ফুটবলের নেতৃত্বে দিচ্ছে। সভায় বক্তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!