ভূমি ধসে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা : নিহত ১৪৪

ভূমি ধসে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা : নিহত ১৪৪ 1প্রতিদিন রিপোর্ট : টানা প্রবল বর্ষণে চট্টগ্রাম বিভাগের চার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। আরো বহু আহত এবং নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে বুধবার সকাল থেকে।

এর আগে মঙ্গলবার রাতে দুযোর্গপূর্ণ আবহাওয়া ও আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়।

জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকেই ভারী বৃষ্টির শুরু হয়। সোমবার রাত থেকে এই তিন জেলার বিভিন্ন পাহাড়ে ধস নামে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই মঙ্গলবার ভোর থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন।

এদিকে পাহাড়ি ঢলে মঙ্গলবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেখা দেয় ভয়াবহ বিপর্যয়।

এর মধ্যে রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবান ১৪২জনের এবং কক্সবাজার থেকে ২ লাশ উদ্ধার করা হয়েছে। তবে সব জায়গায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!