বিএসটিআই’র লাইসেন্সবিহীন তৈরি হচ্ছে নিন্মমানের রড় : সীতাকুণ্ডে ৫ স্টিল মিলকে ১৫ লাখ টাকা জরিমানা

প্রতিদিন রিপোর্ট : 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এলাকার বিভিন্ন রড প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যাব। এসময় বিএসটিআইএর অনুমোদন না নিয়ে নিন্মমানের রড় তৈরীর অভিযোগে ৫টি স্টিল মিলসকে ১৫ লাখ টাকা জরিমানা র‌্যাবের উদ্দ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দিনভর এ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

download-1
দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো- ‘আল সাফা ষ্টিল রি-রোলিং মিলস লিমিটেড, পেনিনসুলা ষ্টিল মিলস লিমিটেড, ব্রাদার্স ষ্টাফ ইন্ডাট্রিজ লিমিটেড, এইচ ষ্টিল রি-রোলিং মিলস এবং ইউনিক রি-রোলিং মিলস’।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএসটিআই এর লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মান বর্হিভূত ASRM নামে এমএস রড উৎপাদন, সংরক্ষন ও বাজারজাত করছে। আজ গোপন সংবাদে এ তথ্য পেয়ে মেজর এস এম সুদীপ্ত শাহীন, ইবি এবং এএসপি মোঃ জালাল উদ্দিন আহম্মদ (র‌্যাব সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং মোঃ জিশান আহমেদ তালকুদার, ফিল্ড অফিসার, বিএসটিআই, চটগ্রাম এর সহায়তায়) র‌্যাব অভিযান চালায়।

 

অভিযানকালে ভাটিয়ারীর কদমরসুল এলাকায় ‘আল সাফা ষ্টিল এর ম্যানেজার মোঃ নিজাম উদ্দিন, হিসাব রক্ষক ঈমাম হাসান,সুপার ভাইজার মোঃ নাজমুল হককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা, একই এলাকায় অবস্থিত পেনিনসুলা ষ্টিল মিলস লিমিটেড এর পরিচালক জুনায়েদ আলম, ম্যানেজার আবুল কাশেম, সুপারভাইজার মোঃ রুহুল আমিনতে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা, ব্রাদার্স ষ্টাফ ইন্ডাট্রিজ লিমিটেড, মালিক মোঃ জাহাঙ্গীল আলম ম্যানেজার মোঃ মহিউদ্দিন, সহকারী মহা ব্যবস্থাপক প্রনয় দাসকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা, ‘এইচ ষ্টিল রিরোলিং মিলস এর ম্যানেজার মোঃ ওমর ফারুক, হিসাব রক্ষক মোঃ শাহ আলম, সুপার ভাইজার দুলাল বিশ্বাসকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় অবস্থিত ‘ইউনিক রিরোলিং মিলস, এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম খন্দকার প্রধান নির্বাহী কর্মকর্তা ইকরামুল হক, কারখানা ব্যবস্থাপক মোঃ মুসলিম উদ্দিন ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকাসহ সর্বমোট ৫ টি ষ্টিল মিলসকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

রিপোর্ট : মোরশেদ রনি।

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!