বাঁকখালী সম্পাদকের মুক্তি চেয়ে বান্দরবানের লামায় সাংবাদিকদের মানববন্ধন

লামা (বান্দরবান) প্রতিনিধি :

পর্যটন নগর কক্সবাজার থেকে বহুল প্রকাশিত দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তি চেয়ে মানববন্ধন ও পথসভা করেছে বান্দরবানের লামা উপজেলার কর্মরত সাংবাদিকরা।

unnamed

পথসভায় বক্তারা অবিলম্বে সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তি দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও বাঁক স্বাধীনতা নিশ্চিত করে দূর্নীতিমুক্ত উন্নয়নশীল দেশ গঠনে সংশ্লিষ্টদের আন্তরিক থাকার আহবান জানান।
সোমবার বেলা ১টায় লামা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পত্রিকাটির লামা উপজেলা প্রতিনিধি মো. তৈয়ব আলী’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভা কর্মসূচির সমাবেশে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, দৈনিক সাঙ্গু ও মাই টিভি লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি নবীর উদ্দিন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি তানফিজুর রহমান, দৈনিক কক্সবাজার প্রতিনিধি এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নুরুল করিম আরমান, বাংলাদেশ প্রতিদিন লামা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, জিটিভি প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু, দৈনিক ডেসটিনি স্টাফ রিপোটার আবুল কাসেম, দৈনিক সুপ্রভাত প্রতিনিধি এম. বশিরুল আলম, চট্রগ্রাম প্রতিদিন প্রতিনিধি রফিক সরকার,  লামা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি মো. শাহাব উদ্দিন, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি বেলাল আহমদ, দৈনিক আজকের দর্পন বাবু মং মার্মা, মাতামুহুরী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন সহ প্রমূখ।
মানববন্ধন থেকে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানিয়ে দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

রিপোর্ট : রফিক সরকার, লামা প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি ::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!