বন্যার্তদের ত্রাণ সংগ্রহে পরিবর্তন-চট্টগ্রাম’র ৭ দিনব্যাপি কর্মসূচী

বন্যার্তদের ত্রাণ সংগ্রহে পরিবর্তন-চট্টগ্রাম’র ৭ দিনব্যাপি কর্মসূচী 1দেশের উত্তরাঞ্চলের অসহায় বানভাসি মানুষের জন্য ত্রাণ সংগ্রহে পরিবর্তন-চট্টগ্রাম’র তিনটি বিশেষ টিম ঘোষনা করা হয়েছে । সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক এহসান আল-কুতুবী রোববার (২০ আগস্ট) এ টিম ঘোষনা করেন । টিমগুলো রোববার ২০ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মাঠে কাজ করবেন । ১১ সদস্য বিশিষ্ট এ টিমে ১ জন টিম প্রধানের দায়িত্ব পালন করবেন। তারা বন্ঠিত এলাকা ভিত্তিক কাজ করবেন। নিম্নে টিম লিডার ও সদস্যদের নাম দেওয়া হল । আর্ত মানবতার সেবাই রাজনীতির উর্ধ্বে থেকে যে কেউ এলাকা ভিত্তিক টিমগুলোকে সহযোগীতা করার অনুরোধ রইল।

এম কাইছার উদ্দিনের নেতৃত্বের টিম (চকবাজার, বহদ্দারহাট, আন্দরকিল্লাহ, জামালখান, বাকলিয়া, নিউ মার্কেট ) এলাকায় । টিমের সদস্যরা হলেন আদিল কবির, মাসুদুর রশিদ, আব্দুল রতিফ শাহিন, আব্দুল কাদের, আলী আজগর, রাবেয়া বসরী বকুল, এনাম হোসেন চৌধুরী, সিরাজুল করিম হিরু, আমান উল্লাহ আমান, ফরিদ উদ্দিন সোবহান ।

রেজাউল করিম রিটনের নেতৃত্বের টিম (আগ্রাবাদ, লালখান বাজার, জিইসি, ২ নাম্বার গেইট, খুলশী ) এলাকায় কাজ করবেন । টিমের সদস্যরা হলেন এন এম জাহাঙ্গীর সেলিম, এবিএম ইকবাল হায়দার, লায়ন আরিফ মঈনুদ্দিন , শাখাওয়াত হোসাইন, মুহাম্মদ রিদুয়ান, আবু হোসেন বাবলা, জাবের হোসাইন, শাহ মুহাম্মদ, হাশেম তালুকদার, শারমিন মুনমুন সুমি ।

এইচ এম নজরুল ইসলামের নেতৃত্বের টিম কক্সবাজার জেলায় কাজ করবেন । টিমের সদস্যরা হলেন সাভেজ কামাল লিটন (কুতুবদিয়া), রেজাউল করিম রেজা (পেকুয়া), আব্দুল আলীম নোবেল (কক্সবাজার), এম দিদারুল করিম ( পেকুয়া), সেলিম মাহমুদ (চকরিয়া), জিয়াবুল হক ( টেকনাফ), গিয়াস উদ্দিন ( টেকনাফ), সাঈদী আকবর ফয়সাল (চকরিয়া), জাহাঙ্গীর আলম হাবিব ( উখিয়া), আশরাফুল ইসলাম ফয়েজ (চকরিয়া) । প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!