প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কক্সবাজারবাসী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কক্সবাজারবাসী 1কক্সবাজার প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত কক্সবাজারবাসী । জনসভায় ২ লাখ মানুষের সমাগমের টার্গেট নিয়েছে জেলা আওয়ামীলীগ । জেলা আওয়ামী লীগ উদ্যোগে এই বিশাল জনসভার প্রস্তুতি নেয়া হচ্ছে। শুক্রবার বিকালের মধ্যে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল ) বিকালে জনসভার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান আয়োজক কর্তৃপক্ষ।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভাস্থলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চলনা ও সভাপতি এড, মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শেখর, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ফরিদুল ইসলাম, এড. বদিউল আলম সিকদার, সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি মাহবুবুল আলম মুকুল, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, উপ-প্রচার সম্পাদক এম.এ মঞ্জুর, উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও ভারপ্রাপ্ত সম্পাদক মোরশেদ হোসাইন তানিমসহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে এনামুল হক শামীম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা না চাইতেও কক্সবাজারবাসীকে অনেক অনেক কিছু দিয়েছেন। যে উন্নয়ন প্রকল্প হচ্ছে তা বাস্তবায়ন হয়ে গেলে কক্সবাজার সিঙ্গাপুর-দুবাইয়ে পরিণত হবে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্যে দিয়ে এই প্রকল্পগুলোর সবকটি বাস্তবায়নের দ্বার উন্মেচন হবে।’
তিনি আরো বলেন, ‘দেশনেত্রী কক্সবাজারকে যে দিয়েছেন; কক্সবাজারবাসীকে প্রধানমন্ত্রীকে সে ভাবে স্বাগত জানাবে হবে। এই লক্ষ্য সামনে নিয়ে আমরা ২ লাখ জন সমাগমের টার্গেট নিয়ে জনসভার প্রস্তুতি নেয়া হচ্ছে। জনসভার জন্য ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। নিয়োজিত থাকবে পাঁচটি মেডিকেল টিম, পানির জন্য ১০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এছাড়াও বিকল্প আরো ব্যবস্থা থাকবে। পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজক র্কর্তৃপক্ষ জানান, প্রতিটি উপজেলা থেকে বিপুল লোকজন জনসভা যোগ দেবেন। সে লক্ষ্যে উপজেলা ভিত্তিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!