পেকুয়া থানার ওসিকে তলব

পেকুয়া প্রতিনিধি : পেকুয়ায় থানার অফিসার ইনর্চাজ (ওসি) জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়াকে তলব করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) ড.এ.কে ইকবাল হোসেন। পুলিশের মহা পরিদর্শক (আইজিপির) নির্দেশে কক্সবাজারের পুলিশ সুপার পেকুয়া থানার ওসি মোস্তাফিজ ভুঁইয়াকে তলব করেছেন। একই সাথে বিএনপি থেকে নির্বাচিত মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমকেও একই কর্তৃপক্ষের কার্যালয়ে হাজির থাকার জন্য বলা হয়েছে। মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের জৈষ্ট্য সহ-সভাপতি মো.আলমগীর পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া ও ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমকে অভিযুক্ত করে চলতি বছরের ১৭ জানুয়ারী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। আইজিপি বিষয়টি আমলে নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টাস এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ (ডিআইজিকে) নির্দেশ দেন। যার স্মারক নং-২৭৯। ডিআইজি ওই অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দেন। যার স্মারক নং-অভিযোগ ১৭/১৯২। কক্সবাজারের পুলিশ সুপার ড.এ.কে ইকবাল হোসেন এ সংক্রান্ত বিষয়ে অভিযোগকারী ও অভিযুক্তদের স্ব-শরীরে তার কার্যালয়ে হাজির থাকতে নোটিশ প্রেরন করেন। যার স্মারক নং-১৭০৯/২য়, তাং-২০/০২/২০১৭ইং। আগামি ২৭ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১টায় অভিযোগের বিষয়ে ১মপক্ষ মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান মো.আলমগীর ও ২য়পক্ষ পেকুয়া থানার ওসি ও মগনামা ইউপির চেয়ারম্যানকে নিয়ে জবানবন্ধি নেয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!