পেকুয়ায় স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা হলরুমে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবউল করিমের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ খ ম মহিউল ইসলাম।

পেকুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল মুনিরার পরিচালনায় এতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা প্রোগ্রাম ম্যানেজার এবিএম সামসুদ্দিন আহমেদ, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সিনিয়র সহকারী সচিব রেজোয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাবের হোসেন, আবাসিক মেডিকেল অফিসার মুজিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, মহিলা ভাইস চেয়ারম্যন উম্মে কুলছুম মিনু ও সাংবাদিক মো. ফারুক প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!